ক্রমশ ধেয়ে আসছে দুর্যোগ। আসন্ন ঘূর্ণিঝড় ‘মোকা’ নিয়ে বাড়ছে উদ্বেগ। সম্প্রতি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হবে নিম্নচাপ এবং পরবর্তীতে তা গভীর নিম্নচাপের রূপ নিয়ে উত্তর দিকে এগিয়ে যাবে এবং অবস্থান করবে মধ্য বঙ্গোপসাগরে। আর ‘মোকা’ আসার আগেই আবহাওয়ায় বড় বদল ঘটল। একদিকে যখন ঘূর্ণিঝড় মোখা নিয়ে বিস্তর আলোচনা চলছে, সেই সময় দক্ষিণবঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টিপাতের জেরে কিছুটা তাপমাত্রা কমেছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নতুন করে সেখানে গরমের প্রভাব বাড়তে শুরু করেছে। রবিবার থেকে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
পাশাপাশি আবহাওয়া দফতর সূত্রের খবর, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে যাবে। শহর কলকাতাতেও আপমাত্রার পারদ ৪০ ছুঁই ছুঁই। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৪৬ থেকে ৮৮ শতাংশ। আবহাওয়াবিদরা বলছেন, গরম আরও বাড়বে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে বৃদ্ধি পেতে পারে। উত্তর-পশ্চিমের শুকনো বাতাস বেশি করে বইবে। পশ্চিমের জেলাগুলি, অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূমে পারদ ৪০ ডিগ্রি বা তার বেশি হতে পারে। এদিকে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
