রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানের ব্যানার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম সরিয়ে দিল উদ্যোক্তা গেরুয়াপন্থী সংগঠন ‘খোলা হাওয়া’। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রের মলাট থেকেও বাদ পড়েছে তাঁর নাম। পাশাপাশি আমন্ত্রণপত্রে সংযোজিত করা হয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নাম। একইসঙ্গে সেদিন উপস্থিত থাকছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী কিষান রেড্ডি।
২৫ বৈশাখ বিকেলে সায়েন্স সিটিতে রবীন্দ্রজয়ন্তী পালনের আয়োজন করেছে ‘খোলা হাওয়া’। ঋতুপর্ণা সেনগুপ্ত ও তনুশ্রী শংকরের নাচ, সোমলতা আচার্য-মেধা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক শিল্পীর গান ছাড়াও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিই মূল বক্তা। রবি ঠাকুর সম্পর্কে আপাদমস্তক রাজনীতিবিদ এবং শিল্প-সাহিত্যের আঙিনা থেকে দূরের মানুষ শাহ কী বলবেন, তা জানতে আগ্রহ তুঙ্গে।
কিন্তু সেই আগ্রহকে ছাপিয়ে বিতর্ক তৈরি হয়েছিল শাহ’র সঙ্গে বক্তা হিসাবে শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা এবং ‘খোলা হাওয়া’র সভাপতি স্বপন দাশগুপ্তর নাম থাকলেও সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষদের নাম না থাকা নিয়ে। যা নিয়ে ক্ষোভ জাগে সুকান্ত ও দিলীপ অনুগামীদের মধ্যে। সূত্রের খবর, সেই বিতর্ক চাপা দিতেই শুভেন্দুর নাম সরালেন উদ্যোক্তারা।