কিছুদিন আগেই প্রয়াগরাজের জেল থেকে কোলভিন হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে আসার সময় হাসপাতালের বাইরে পুলিশি ঘেরাটোপে থাকা উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরাফকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুন করে আততায়ীরা। আর এবার খোদ তিহাড় জেলের ভেতর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল কুখ্যাত গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়াকে! জেলের ভেতর ঢুকে অন্য বন্দিদের সঙ্গে মিশে তিল্লুকে খুন করা হয়েছে বলে অভিযোগ। সেই ঘটনার সিসিটিভি ফুটেজও ভাইরাল হয়েছে। তিহাড় জেল কর্তৃপক্ষ জানিয়েছে, গোটা ঘটনায় নিরাপত্তারক্ষীদের নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তিল্লুকে আঘাত করার সময়েও নাকি চুপচাপ দাঁড়িয়ে ছিলেন কর্তব্যরত সাত কারা আধিকারিক। তাঁদের বরখাস্ত করেছে দিল্লীর জেল বিভাগ। নিরাপত্তার এমন কড়া বেষ্টনীতেও কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে চিন্তিত জেল কর্তৃপক্ষ।
তদন্তের রিপোর্টে জানা গেছে, গ্যাংস্টার তিল্লু তাজপুরিয়াকে মঙ্গলবার ভোরে প্রতিদ্বন্দ্বী গোগি গ্যাংয়ের চার সদস্য দীপক ওরফে তিতার, যোগেশ ওরফে টুন্ডা, রাজেশ এবং রিয়াজ খান মিলে হত্যা করে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, জেলের দরজা দিয়ে ঢুকে তিল্লুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে জনা চারজন। সেই সময় আশপাশে নিরাপত্তারক্ষীরা দাঁড়িয়ে। তিল্লু পড়ে গেলে নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যাওয়ার সময়েও দ্বিতীয়বার আঘাত করে গোগি গ্যাংয়ের দুষ্কৃতীরা। এই ঘটনা যখন ঘটছে তখন পিছনে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তামিলনাড়ু পুলিশের বিশেষ তদন্তকারী দলের সাত অফিসারকে। তদন্তের রিপোর্টে ৯ জন আধিকারিকের বিরুদ্ধে গাফিলতি পাওয়া গিয়েছে। তাদের মধ্যে আছেন ৩ জন সহকারী সুপারিনটেনডেন্ট এবং ৪ জন ওয়ার্ডেন। তাঁদের বরখাস্ত করা হয়েছে।