অশোকনগরে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলনের কাজ শুরুর পর নতুন করে খনিজ তেলের সন্ধান পাওয়া গিয়েছিল বনগাঁতে। আর এবার রাজ্যের পাঁচ জেলার মোট ২২টি জায়গায় মাটির নীচে বিপুল পরিমাণ তেল ও গ্যাসের হদিশ মিলল। জানা গিয়েছে, ইতিমধ্যেই সবকটি জায়গায় খনন কাজ শুরুর তোড়জোড় শুরু করে দিয়েছে ওএনজিসি। সূত্রের খবর, এই কাজের জন্য প্রাথমিকভাবে প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
ওএনজিসি সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার ১৩টি জায়গা, দক্ষিণ ২৪ পরগনার তিনটি, নদিয়ার একটি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের পাঁচটি জায়গায় খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য জমি চিহ্নিত করার কাজও সম্পূর্ণ। প্রতিটি সাইটের জন্য গড়ে প্রায় পাঁচ একর জমি লিজে নেওয়া হবে বলে জানিয়েছে ওএনজিসি। প্রথমে মাটির তলায় আড়াই হাজার থেকে ছ’হাজার মিটারের মধ্যে তেল ও গ্যাসের ভাণ্ডারের বর্তমান অবস্থা যাচাই করবেন বিশেষজ্ঞরা।
সব কিছু ঠিকঠাক থাকলে দ্রুত ওই এলাকায় জমি অধিগ্রহণ করে বাণিজ্যিকভাবে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের কাজ শুরু হবে। প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার বাইগাছিকে কেন্দ্র করে একাধিক জায়গায় তেলের হদিশ পাওয়া গিয়েছিল আগেই। এরপর ২০২০ সালের ডিসেম্বরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেখানে বাণিজ্যিকভাবে তেল ও গ্যাস উত্তোলনের সূচনা করেন। এবার ওএনজিসিও বাংলাজুড়ে তেল ও গ্যাস উত্তোলনের কাজ শুরু করতে চলেছে।