পঞ্চায়েত ভোট শেষ হলেই দিল্লির কাছ থেকে ১০০ দিনের কাজ-সহ বকেয়া প্রকল্পের টাকা আদায় করতে নব উদ্যমে লড়াই শুরু হবে। মুর্শিদাবাদে এমন ঘোষণাই করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক এ দিন হরিহরপাড়ার সভায় বলেছেন, ‘নবজোয়ার যাত্রা শেষ হলেই পঞ্চায়েত ভোট হবে। তার পরে আমরা দিল্লি যাব বাংলার হয়ে আন্দোলন করতে। দিল্লি থেকে ১০০ দিনের টাকা আদায় করে আনবই।’
এই পর্বের আগে মুর্শিদাবাদ জেলায় জনসংযোগও সেরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর দলের নেত্রীর স্লোগান ‘খেলা হবে’। মাঠে নেমে অভিষেক এ দিন শুধু খেলেননি, একটি গোলও করেছেন! রেজিনগরের দাদপুর থেকে তকিপুর পর্যন্ত রাস্তায় তিনি নিরাপত্তা বেষ্টণী সত্ত্বেও বারবার পথের ধারে দাঁড়িয়ে থাকা মানুষজনের সঙ্গে হাত মিলিয়েছেন। কথা বলেছেন। তখন অনেকেই তাঁকে নানা অভাব-অভিযোগের কথা বলেন। এর কিছু ক্ষণ পরেই বেলডাঙার যুবক সঙ্ঘের মাঠে গিয়ে তিনি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলান। সেখানেই তিনি একটি ফুটবলে শট করে গোল করেন।
