সংসদে তৃণমূল কংগ্রেস যত বেশি আসন পাবে, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্যের দাবি আদায়ের লড়াই তত জোরদার হবে। এই যুক্তি সামনে রেখেই আগামী লোকসভা নির্বাচনে তৃণমূলকে জেতানোর আহ্বান জানালেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মুর্শিদাবাদের হরিহরপাড়ার সভায় অভিষেক বলেছেন, ‘আমাদের সাংসদ-সংখ্যা বেশি থাকলে দিল্লি টাকা আটকে রাখতে পারতো না।’ তাঁর যুক্তি, গত লোকসভায় তৃণমূল ২২টির বদলে ৩৪-৩৫টি আসন পেলে মোদী সরকার রাজ্যের পাওনা টাকা আটকাতে পারতো না।
জনসংযোগ যাত্রায় বেরিয়ে অভিষেক এখন মুর্শিদাবাদ জেলায়। সেখানে ভগবানগোলায় শনিবার রাতেই দলের সভায় অভিষেক বলেছিলেন, ‘তৃণমূলের একটা আসন কম হলে কিছু যায় আসে না। আপনি বঞ্চিত হবেন। আর একটা আসন বেশি পেলে আপনার অধিকারের টাকা আপনি পাবেন। আগামী দিনে ৪০-এর লক্ষ্য মাত্রা নিয়ে আমরা ঝাঁপাব’। রাজ্যের স্বার্থের কথা বলেই দলের সামনে ৪০টি লোকসভা আসনের লক্ষ্য বেঁধে দিয়েছেন তিনি।
অভিষেকের বক্তব্য, ‘আমাদের যত আসন থাকবে, তত দাবি আদায়ে সুবিধা হবে। আমাদের যে ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা মোদী সরকার আটকে রেখেছে, মানুষ যদি আওয়াজ তোলে, এ টাকা কোনও সরকার আটকে রাখতে পারে না। তাই আমাদের নিজেদের স্বার্থে প্রার্থীদের জয়ী করার চেষ্টা করুন।’