অবশেষে স্বস্তি মিলল তৃণমূল সাংসদ সাকেত গোখলের। ইডি-র মামলায় জামিন পেলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলে। শনিবার আহমেদাবাদের বিশেষ আদালত সাকেতের জামিন মঞ্জুর করেছে। অভিযোগ ছিল, গণতান্ত্রিক আন্দোলনের নামে টাকা সংগ্রহ করে সাকেত তা নিজের প্রয়োজনে খরচ করেছিলেন। সাকেতের আইনজীবীরা জানিয়েছেন, সোমবার সরকারি প্রক্রিয়া শেষ হওয়ার পরে সাবরমতী জেল থেকে ছাড়া পেতে পারেন সাকেত।
প্রসঙ্ত, গত ডিসেম্বরে সাকেত গোখলেকে আহমেদাবাদ পুলিশ গ্রেফতার করেছিল। তার পরে ইডি তাঁর বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের মামলা শুরু করে। সুপ্রিম কোর্টে আগেই পুলিশের মামলায় সাকেত জামিন পেয়েছিলেন। তারও আগে সাকেতকে গুজরাত পুলিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোরবী সফর নিয়ে ভুয়ো অভিযোগ ছড়ানোর অভিযোগে গ্রেফতার করেছিল। সেই মামলায় জামিন পাওয়ার পরে গুজরাত পুলিশ ফের তাঁকে আর্থিক নয়ছয় ও প্রতারণার মামলায় গ্রেফতার করেছিল। গত আগস্টে তৃণমূলে যোগদান করেছিলেন সাকেত গোখলে।