কিছুদিন আগেই সিউড়ির সভা থেকে লোকসভা ভোটে বাংলায় ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কিন্তু রাজ্যে সংগঠনের দশা এতটাই বেহাল যে নিজেদের জেতা আসন ধরে রাখতেই এখন নাজেহাল অবস্থা গেরুয়া শিবিরের। শাহের টার্গেট ভুলে তাই নিজেদের জয় নিশ্চিত করতে মরিয়া বঙ্গ বিজেপি নেতারা। অপেক্ষাকৃত নিরাপদ আসন খুঁজছেন উনিশের জয়ী পদ্ম সাংসদরা। বিজেপির অন্দরে খবর, এক কেন্দ্রীয় মন্ত্রী ও জঙ্গলমহল থেকে জিতে আসা কয়েকজন সাংসদ, চব্বিশে নিজেদের জেতা সিট থেকে দাঁড়াতে চাইছেন না।
দলের শীর্ষ নেতাদের বক্তব্য, উনিশের লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির যে পরিস্থিতি ছিল এখনকার পরিস্থিতির সঙ্গে তার প্রায় আকাশ-পাতাল তফাৎ। কোনও মিল নেই বললেই চলে। গতবার দল ১৮টি আসনে জিতেছিল বলেই যে এবার আরও শক্তি বাড়িয়ে দ্বিগুণ লোকসভা আসন জিতবে, এমনটা তারা মনে করছেন না। তাই গতবারের জয়ী সাংসদদের মধ্যে অনেকের জন্যেই সুরক্ষিত আসন খোঁজা হচ্ছে। যদিও দলের অন্দরে খবর, আসন পরিবর্তন দূর অস্ত, একাধিক সাংসদকেই চব্বিশে টিকিট দেবে না গেরুয়া শিবির।