বেশ কিছুদিন ধরেই বিশ্বভারতী ও অমর্ত্য সেনের জমি জট নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। অমর্ত্য সেন ১৩ ডেসিম্যাল জমি দখল করে রেখেছেন বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বোলপুরের বাড়িতে গিয়ে পাশে দাঁড়িয়েছেন নোবেলজয়ীর। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন, যে বিশ্বভারতী যদি উচ্ছেদ করতে যায় তাহলে অমর্ত্য সেনের বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসতে হবে। আর তারপরই শুরু হয়ে গেছে আন্দোলনের তোড়জোড়। আজ শনিবার শান্তিনিকেতনে অমর্ত্যর বাসভবন ‘প্রতীচী’র সামনে প্রতিবাদ সভায় বাউল শিল্পীদের সঙ্গে নিয়ে শামিল হয়েছেন শিল্পী শুভাপ্রসন্ন, পরিচালক গৌতম ঘোষ-সহ আরও অনেকেই।
প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, বিশ্বভারতী যাতে অমর্ত্য সেনের বিতর্কিত সেই জমি দখল না করতে পারে, তার জন্য সমস্ত বাউল শিল্পী যেন শান্তিপূর্ণ অবস্থানে বসেন। ‘বিশ্বভারতী বাঁচাও কমিটির’ ব্যানারে শনিবার অমর্ত্য সেনের সমর্থনে সেই ‘সাংস্কৃতিক প্রতিরোধ’ চলছে। যেখানে বাউল শিল্পীদের নিয়ে বীরভূমের মন্ত্রীদের শান্তিপূর্ণ অবস্থানের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের নেতা-মন্ত্রীরা এই প্রতিবাদমঞ্চে শামিল হয়েছেন বুদ্ধিজীবী মহলের একাংশ। থাকার কথা প্রতিবাদে সামিল হওয়ার কথা সঙ্গীত শিল্পী কবীর সুমন, চিত্রশিল্পী যোগেন চৌধুরীর।