সারা দেশে ফের উজ্জ্বল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। পরিবহণে আরও একবার স্বীকৃতি পেল রাজ্য সরকার। গতবছরের মতো এবারও পরিবহণ দপ্তরের ঝুলিতে এল স্কচ অ্যাওয়ার্ড । ই-টিকিটিং সিস্টেম, জল পরিবহণ এবং অভিনব ভাবনায় সরকারি বাস ডিপোগুলোকে কাজে লাগানো – এই তিনটি বিভাগে ২০২৩ সালে এই পুরস্কার জিতল রাজ্য পরিবহণ দপ্তর। বৃহস্পতিবার রাতে এই খবর সংস্থার তরফে পরিবহণ দফতরকে জানানো হয়। স্কচ অ্যাওয়ার্ডে সিলভার ম জিতেছে পরিবহণ দফতর। সেখানে পরিবেশবান্ধব ট্রামের ১৫০ বছরের কথাও উল্লেখ করা হয়েছে। ট্রামকে যেভাবে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করা হয়েছে, তা প্রশংসনীয়। ট্রাম লাইব্রেরি, ট্রাম মিউজিয়াম, ট্রাম ক্যাফে প্রশংসিত হয়েছে। এখনও প্রতি বছরই দেশের বিভিন্ন রাজ্যে সরকারি দপ্তরগুলোকে ভাল কাজের স্কীকৃতিসরূপ এই পুরস্কার দেওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই বিভিন্ন সরকারি পরিষেবা জাতীয় স্তরে স্বীকৃতি পেয়েছে। আর তার জন্য প্রায় প্রতি বছরই বিভিন্ন পুরস্কার উঠছে মাথায়। ২০২২ সালে শিক্ষা, শিল্প, বন ও পরিবেশ সংক্রান্ত বিভাগে শীর্ষ স্থান পেয়েছিল বাংলা। পুরস্কার এসেছিল পরিবহণ দপ্তরেও। এদিকে এই খবরে স্বভাবতই খুশি পরিবহণ দপ্তরের কর্তা থেকে কর্মীরা। সকলকে ভাল কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। তিনি বলেন ‘‘আমাদের আরও ভাল পরিষেবা দিতে হবে সাধারণ মানুষকে।’’ সরকারি বাস, ট্রাম, ভেসেলে যেভাবে ই-টিকিটিং ব্যবস্থা জনপ্রিয় হয়েছে, তা ইতিমধ্যেই বহুল প্রশংসিত হয়েছে জনমানসের মধ্যে।