আচমকাই ভয়াবহ দুর্ঘটনার শিকার হল ভারতীয় সেনার হেলিকপ্টার। বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ার এলাকায় ভেঙে পড়ে সেনার একটি কপ্টার। এএলএইচ ধ্রুব নামে ওই কপ্টারে ছিলেন দুই পাইলট। সেনার তরফে জানানো হয়েছে, জখম হয়েছেন তাঁরা। তবে বিপদের আশঙ্কা নেই বলেই জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ কপ্টারে মোট পাঁচজন যাত্রী ছিলেন। দুই পাইলট ছাড়াও তিনজন জওয়ান ছিলেন। কপ্টারটি নদীতে ভেঙে পড়ার পরেই উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশ ও সেনাকে।
প্রসঙ্গত, প্রাথমিকভাবে জানা গিয়েছে যে দুর্ঘটনায় আহত হয়েছেন কপ্টারের সকলেই। সেনার তরফে বলা হয়, আহত হলেও আপাতত সকলেই বিপন্মুক্ত। যদিও কপ্টারে মোট কতজন যাত্রী ছিলেন সেই বিষয়ে সরকারিভাবে সেনার তরফে কিছু জানানো হয়নি। আপাতত উদ্ধারকাজ চলছে কাশ্মীরে। এএলএইচ ধ্রুব নামে এই লাইটওয়েট হেলিকপ্টারগুলি সদ্যই ব্যবহার করতে শুরু করেছে সেনা। জানা গিয়েছে, পুরনো হয়ে যাওয়া চিতা কপ্টারগুলি বাতিল করে এই ধ্রুব হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু গত দু’মাসে এই নিয়ে তৃতীয়বার ভেঙে পড়ল ধ্রুব হেলিকপ্টার। স্বাভাবিকভাবেই এ নিয়ে উঠেছে বিতর্কের ঝড়।
