মোদী জমানায় সঙ্কটের মুখে দেশের আরও একটি অসামরিক উড়ান সংস্থা। এবার নিজেদের দেউলিয়া ঘোষণা করল ‘গো ফার্স্ট’ বিমান সংস্থা। মঙ্গলবার ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনালের কাছে নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে তারা। উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, চরম আর্থিক সঙ্কটে রয়েছে তারা। আর্থিক দায়িত্বভার পূরণ করা তাদের পক্ষে আর সম্ভব নয়। স্টেকহোল্ডারদের কথা ভেবেই তারা নিজেদের দেউলিয়া ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার গো ফার্স্ট এয়ারলাইন্সের তরফে বিবৃতি জারি করে বলা হয়, ক্রমাগত প্রাট অ্যান্ড উইটনি়জ ইন্টারন্যাশনাল অ্যারো ইঞ্জিনের ফেলিওরের কারণে সংস্থাকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার অন্দরে চরম আর্থিক সঙ্কট দেখা গিয়েছে। এর কারণেই আপাতত সংস্থার উড়ান পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। গতকালই জানা যায়, আগামী তিনদিন অর্থাৎ ৩, ৪ ও ৫ মে গো ফার্স্টের সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে উড়ান চালু করা হবে কি না, সে বিষয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি। এদিকে, এই তিনদিনের মধ্যে যে সমস্ত যাত্রীদের গো ফার্স্টের টিকিট কাটা ছিল, তাদের অন্য বিমানে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে কি না এবং টিকিটের মূল্য বা ক্ষতিপূরণ দেওয়ার ব্য়বস্থা করা হয়েছে কি না, সে বিষয়েও জানানো হয়নি। এই নিয়ে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
