আজ তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তৃতীয়বার ক্ষমতায় আসার দু-বছর পূর্ণ হল। এই দিনটিতে নবান্নে মন্ত্রিসভার বৈঠকের আগে মন্ত্রীদের বিশেষ কয়েকটি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা। মন্ত্রীদের তিনি বলেন, মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক তৈরি করতে হবে। আরও বেশি করে মিশতে হবে। মমতার নির্দেশ, “আজকের দিনে তৃতীয়বারের জন্যে জয়ী হয়েছিল মা-মাটি-মানুষের সরকার। পারলে নিজেদের এলাকায় গিয়ে ফলমূল, মিষ্টি বিতরণ করুন। হাসপাতালে যান, গরিব মানুষের বাড়ি যান। আজ যদি সম্ভব নাও হয়, কাল যান।” অর্থাৎ, মন্ত্রীদের এলাকায় গিয়ে জনসংযোগে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা।
পাশাপাশি, ২০২১-এ নির্বাচিত সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতেই বেকারদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, স্কিল ডেভেলপমেন্ট সিটি তৈরি হচ্ছে রাজ্যে। রাজারহাটে বেসরকারি উদ্যোগে একটি স্কিল ডেভেলপমেন্ট সিটি তৈরি হবে। যেখানে একাধারে ট্রেনিং এবং ক্যাম্পাসিং হবে। যার অর্থ, একই সঙ্গে দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান দুটোই হবে একই জায়গায়। এই প্রকল্পের জন্য ৭২.৩৩ একর জমি দিচ্ছে রাজ্য সরকার। যা অত্যন্ত ইতিবাচক ইঙ্গিতবাহী বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।