অভাবনীয় নৃশংসতার সাক্ষী রইল বিজেপিশাসিত গুজরাট। মাত্র ১৮ মাসের এক শিশুকে হত্যার অভিযোগ উঠল তারই মা-বাবার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, দম্পতির ধারণা ছিল, শিশুটি ‘অপয়া’। তার কারণেই সম্প্রতি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল পরিবার। এর পরেই হত্যা করা হয় শিশুটিকে। রবিবার গ্রেফতার করা হয়েছে ওই দম্পতিকে। অভিযুক্ত দম্পতি মনসুখ জোগরাজ্যিয়া এবং প্রকাশবেন। গুজরাটের সুরেন্দ্রনগর জেলার সাইলা তালুকের বাসিন্দা তাঁরা। মনসুখ-প্রকাশবেনের আরও চার সন্তান রয়েছে। আঠারো মাস আগে জন্ম হয়েছিল সর্বকনিষ্ঠ রুহির।
প্রসঙ্গত, গত ২৮শে এপ্রিল পুলিশ রুহির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় এলাকারই একটি ক্যানেল থেকে। তদন্তে নেমে দম্পতিকে জিজ্ঞাসাবাদ করলে মনসুখ এবং প্রকাশবেন আলাদা জবাব দেয়। তাতেই সন্দেহ হয় পুলিশের। পরে তারা জানায়, সম্প্রতি সন্তানদের নিয়ে পাশের গ্রামের পুজো দিতে গিয়েছিলেন। সেই সময় তাঁদের গাড়িটি মূল রাস্তা থেকে নেমে দুর্ঘটনার কবলে পড়ে। দম্পতির ধারণা হয়, অপয়া রুহির কারণেই ওই দুর্ঘটনায় পড়েছিল গাড়িটি। এরপরেই গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয় শিশুটিকে। মৃতদেহ খালের জলে ফেলে দেয় দম্পতি। পুলিশ সেই দেহ উদ্ধার করলে বিপদে পড়েন দম্পতি। গ্রেফতার করা হয়েছে মনসুখ এবং প্রকাশবেনকে। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রবল তোলপাড়। উক্ত দম্পতির কঠোরতম শাস্তির দাবি করেছেন সাধারণ মানুষ।