সোমবার ছিল ২রা মে। কিংবদন্তি চলচ্চিত্রনির্মাতা সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যেই তাঁকে অভিনব উপায়ে শ্রদ্ধার্ঘ্য জানালেন মার্কিন মুলুকের প্রবাসী বাঙালিরা। নিউইয়র্কের টাইমস স্কোয়ার সারা বিশ্বের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি স্থান। আলোর রকমারি ঝলমল এর অন্যতম আকর্ষণ। এবার সেই টাইমস স্কোয়ারেই আয়োজিত হয়েছিল নববর্ষ অনুষ্ঠান। প্রবাসী বাঙালিরা মিলে সেই আয়োজন করেন। ১৪ই এপ্রিল, বাঙালি হিসেবে চৈত্র সংক্রান্তির রাতে এই আয়োজনে সামিল হন প্রবাসী বাঙালিরা। সত্যজিৎ রায়ের গান গেয়ে বরণ করে নেন ১৪৩০ সালকে। ২রা মে সত্যজিৎ রায়ের জন্মদিন উপলক্ষে সেই ভিডিও প্রকাশ্যে আনলেন অনুষ্ঠানটির প্রধান উদ্যোক্তা। রায়বাবুর জন্মদিনের সকালে সমাজ মাধ্যমে পোস্ট করা হয় সেই ভিডিও। পোস্ট করার কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়ে যায় প্রবাসী বাঙালিদের এই প্রয়াস।
উল্লেখ্য, সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’ সিনেমার ‘আহা কী আনন্দ আকাশে বাতাসে’ গানটিকে বেছে নেওয়া হয়েছিল এই দিন। এই গানেই উদযাপিত হয় নববর্ষের আয়োজন। ভিডিয়োতে দেখা যায়, পুরোদস্তুর বাঙালি সংস্কৃতি মেনে আয়োজন করা হয়েছে অনু্ষ্ঠানের। লাল পাড় সাদা শাড়িতে টাইমস স্কোয়ারের আলোর নিচে জড়ো হয়েছিল বাংলার নারীরা। সমবেতভাবে গান গাইলেন সকলে। অনুষ্ঠানে বাঙালির সংস্কৃতির পরিচায়ক হিসেবে দেখা যায় গ্রাম বাংলার পরিচিত মুখোশ। এমনকী গানের সঙ্গতে ছিল বাঙালির ঘরে ঘরে পরিচিত বাদ্য কাঁসাও। ছিল তবলা, হারমোনিয়াম, এমনকী ঢোলও। আবার ছিল বাংলাদেশের পতাকা হাতেও দেখা যায় একজনকে। কারণ বাংলা মানেই সেই আদি অকৃত্রিম অবিভক্ত বাংলার আত্মা। ভিডিয়োটি পোস্ট করার পরে পরেই প্রচুর লাইক পেতে শুরু করে। সত্যজিতের জন্মদিনে এমন একটি উপহার পেয়ে রীতিমতো আপ্লুত নেটিজেনরাও। কমেন্টে নিজের ভালোলাগার কথাও জানান তাঁরা। অনুষ্ঠানের উদ্যোক্তা নববর্ষ উপলক্ষে এমন একটা পরিকল্পনা করেছেন বলে তাঁর ভূয়সী প্রশংসা করেন সকলেই।