দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। আর এক সপ্তাহ বাদেই কর্নাটকে ভোটগ্রহণ পর্ব। তার আগে শেষ মুহূর্তে বাড়ছে উত্তেজনার পারদ। এই আবহে সোমবার বেঙ্গালুরুতে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। আর মঙ্গলের সকালেই ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। ইস্তেহারে শাসক দলকে ঘুরিয়ে একহাত নিল গ্র্যান্ড ওল্ড পার্টি। এই ইস্তেহারে কংগ্রেস জানিয়েছে, নিষিদ্ধ ইসলামিক সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার-র মতোই যেসব সংগঠন দেশে হিংসা ও বিদ্বেষমূলক বার্তা ছড়িয়ে বেড়াচ্ছে তাদের নিষিদ্ধ করা হবে।
কংগ্রেসের এই ইস্তেহারে উল্লেখ করা হয়েছে, ‘জাতি বা ধর্মের ভিত্তিতে সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ানো ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কংগ্রেস প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি যে আইন ও সংবিধান পবিত্র। বজরং দল, পিএফআই এবং অন্যান্য প্রচারকারী সংগঠনগুলি তা লঙ্ঘন করতে পারবে না’। তাই প্রয়োজনে কংগ্রেস এই নির্বাচনে ক্ষমতায় এলে এইসব সংগঠনকে নিষিদ্ধ করবে বলে জানিয়েছে।
এর পাশাপাশি ক্ষমতায় আসার ১ বছরের মধ্যেই সব জনবিরোধী ও অযাচিত আইন বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। বিশেষত, যেসব আইনগুলি রাজ্যে বিজেপির আমলে পাশ করা হয়েছে সেগুলিই বাতিল করার আশ্বাস দিয়েছে কংগ্রেস। ইস্তেহার জুড়ে বিজেপিকে এইভাবেই আক্রমণ করে গিয়েছে কংগ্রেস। এর পাশাপাশি রাজ্যবাসীদের ২০০ ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ, পরিবারের প্রতি মহিলা প্রধানকে মাসিক ২ হাজার টাকা করে অনুদান, দরিদ্রসীমার নিচে বসবাসকারী পরিবারকে প্রতি মাসে নিজেদের পছন্দসই ১০ কেজি খাদ্যশস্য দান সহ একাধিক জনদরদী প্রকল্পও স্থান পেয়েছে কংগ্রেসের ইস্তেহারে।