গত ২৩ এপ্রিল বিধাননগর পুরনিগম এলাকার ফাল্গুণী বাজার সংলগ্ন একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগে। সেই আগুনেই পুড়ে যায় এলাকার বাসিন্দা মালা রায় ও সুতৃষ্ণা গারুর বাড়ি। পুড়ে ছাই হয়ে যায় বিয়ের জন্য তুলে রাখা বেনারসীও। এহেন পরিস্থিতিতে দুই তরুণীর বিয়ে নিয়ে মাথায় হাত পড়ে গিয়েছিল দুই পরিবারের মধ্যে। এবার সেই দুই পরিবারের পাশে দাঁড়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও বিধাননগর পুরনিগম কর্তৃপক্ষ। গৃহহীন দুই তরুণীকেই এবার ‘রূপশ্রী’ প্রকল্পের অনুদান তুলে দিল মমতা সরকার।
প্রসঙ্গত, সল্টলেকে ফাল্গুনী বাজার সংলগ্ন ওই বস্তিতে অগ্নিকাণ্ডের জেরে গৃহহীন হয়ে যায় শতাধিক পরিবার। তাঁদের মধ্যে ওই দুই তরুণীর পরিবারও ছিল। অগ্নিকাণ্ডের জেরে তাঁদের পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ পরেরদিন ২৪ এপ্রিল ছিল মালার বিয়ে। সুতৃষ্ণার বিয়ে ৩ মে। স্থানীয় বাসিন্দাদের মারফত বিষয়টি কানে যায় বিধাননগর পুরনিগমের রূপশ্রী প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কানে। তারপরই দুই তরুণীকে দ্রুত ‘রূপশ্রী’ প্রকল্পের জন্য আবেদন জানাতে বলা হয়। ২৪ তারিখই দু’জনে আবেদন জমা দেন। দ্রুততার সঙ্গে সেই দিনই দুটি আবেদন মঞ্জুর করে দেয় রাজ্য। পুরনিগম সূত্রে জানা গিয়েছে, শীঘ্রই দুজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন ২৫ হাজার টাকা ঢুকে যাবে। বিপদের দিনে মুখ্যমন্ত্রীর চালু করা প্রকল্পের সুবিধা পেয়ে দুই পরিবারই নিশ্চিন্ত। এজন্য রাজ্য সরকার ও পুরনিগমকেও ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।