দেশের ক্রীড়াব্যক্তিত্বরা প্রতিবাদী কুস্তিগিরদের পাশে এসে দাঁড়িয়েছেন। কারা সমর্থন জানাননি? বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিলদেব নিখাঞ্জ থেকে অলিম্পিক্স জ্যাভলিনে সোনা জয়ী নীরজ চোপড়া। টেনিস রানি সানিয়া মির্জ়া থেকে বিশ্ব বক্সিংয়ে সোনাজয়ী নিখাত জারিন। ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকরা পাশে পেয়ে গিয়েছেন দেশের ক্রীড়াজগতের তারকা ব্যক্তিত্বদের। এবার তাঁদের লড়াইকে সমর্থন জানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
শনিবার যন্তর মন্তরে প্রতিবাদী কুস্তিগিরদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রিয়াঙ্কা। ফলে তাঁদের লড়াই আরও জোর পেয়ে গেল। প্রতিবাদী কুস্তিগিররা যন্তর মন্তরে বসে প্রতিবাদ জানাচ্ছেন। তাঁদের দাবি, জাতীয় কুস্তি ফেডারেশনের সচিব ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যতক্ষণ না কোনও পদক্ষেপ করা হচ্ছে, ততদিন পর্যন্ত তাঁদের প্রতিবাদ চলবে। যদিও শুক্রবার ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দিল্লি পুলিশ। কিন্তু তবুও যে আন্দোলন প্রত্যাহার করা হবে, এমন নিশ্চয়তা নেই।
এই আবহেই শনিবার প্রিয়াঙ্কা গান্ধী যন্তর মন্তরে এসে উপস্থিত হন। পরে তাঁর কর্ণাটকে প্রচারে যাওয়ার কথা। ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। তার জন্যই প্রিয়াঙ্কার নির্বাচনী প্রচারে যাওয়ার কথা দক্ষিণের রাজ্যে। তার আগে অবশ্য সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। সাংবাদিকদের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা বলেন, ‘এই কুস্তিগিররা যখন পদক জেতেন, তখন আমরাই গর্বিত হই, টুইট করি। আজ ওরা রাস্তায় এসে নেমেছে। সুবিচার পাচ্ছে না। সাফল্য পাওয়ার জন্য সমস্ত মহিলা কুস্তিগিরদের প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে’। এর সঙ্গেই প্রিয়াঙ্কা জানান, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে তাঁর কোনও প্রত্যাশা নেই। প্রিয়াঙ্কার বক্তব্য, ‘গোটা দেশ ওদের পাশে এসে দাঁড়িয়েছে। কুস্তিগিররা যে এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছে, এতেই আমি গর্বিত’।