সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে এবার ভাঙড়ে শুধুমাত্র মহিলাদের জন্য আলাদা একটি পার্টি অফিস গড়ল তৃণমূল। ভাঙড়ের হাটগাছাতে শুক্রবার এই পার্টি অফিস উদ্বোধন করলেন ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকত মোল্লা।
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে ভাঙড়ে জয়ী হন আইএসএফের নওশাদ সিদ্দিকি। আর তাই হারানো জমি ফিরে পেতে কদিন আগেই ভাঙড়ের পর্যবেক্ষক করা হয় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে। তারপরই ভাঙড়ের দশটি অঞ্চলে একাধিক কর্মসূচি পালন করেছেন তিনি। এবার হাটগাছা এলাকায় মহিলাদের জন্য একটি পার্টি অফিস উদ্বোধন করলেন তিনি।
গতকাল মহিলাদের অংশগ্রহণ দেখে রীতিমতো উচ্ছ্বসিত শওকত মোল্লা। তিনি বলেন, ‘শুধু হাটগাছা নয়, আগামীদিনে ভাঙড় ২ ব্লকের দশটি অঞ্চলের প্রত্যেকটি এলাকায় মহিলাদের জন্য পার্টি অফিস হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো মহিলাদের সমান অধিকার দিতে হবে। এই মহিলাদের উপস্থিতি বলে দিচ্ছে আগামীদিনে এলাকায় বিরোধী বলে কিছু থাকবে না।’