চলতি বছরেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর তারপর আগামী বছরেই লোকসভা ভোট। এই আবহে ইভিএম নিয়ে খোঁজখবর শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। কোন কোন জেলায় কতগুলো ইভিএম রয়েছে, ইভিএমগুলি কী অবস্থায় রয়েছে, কোথায় কত স্টক রয়েছে, সেসব জানতে চেয়েছে তারা। যা দেখে রাজনৈতিক মহলে জল্পনা, তবে কি লোকসভা নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিল কমিশন?
প্রসঙ্গত, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। সারা দেশব্যাপী নির্বাচন হওয়ায় আগে থেকেই প্রস্তুতি সেরে ফেলতে চাইছে কমিশন। মনে করা হচ্ছে, যে সব ইভিএমে ২০২১ সালে বিধানসভা নির্বাচন হয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে সেগুলোর মাধ্যমেই নির্বাচন হবে। ভোটের পর অনেক ইভিএম খারাপ হয়েছিল, সেগুলি সারানো হয়েছে কিনা, যেগুলি রয়েছে, তার অবস্থা কী— ইত্যাদি নানাবিধ বিষয়ে আলোচনা সেরেছে কমিশনের কর্তারা। অন্যদিকে, ভোটার তালিকায় একই পরিবারের সদস্যদের একত্র করার কাজ আরম্ভ করা হয়েছে। বাড়ির নম্বর দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে, বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে নম্বর দেওয়ার কাজ করছেন।