আন্দোলনকারী কুস্তিগিরদের স্বরের সামনে অবশেষে ঢোঁক গিলতে বাধ্য হল দিল্লী পুলিশ। বিজেপি সাংসদ তথা ফেডারেশন সচিব ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে রাজি হল তার। সেই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, অভিযোগকারিণীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, তদন্ত প্রক্রিয়ার দিকে নজর রাখবে না শীর্ষ আদালত। তবে তদন্তের গতি সম্পর্কে সুপ্রিম কোর্টকে জানাতে হবে। ইতিমধ্যেই খেলাধুলা ছাড়াও দেশের নানা মহল থেকে সমর্থন এসেছে প্রতিবাদী কুস্তিগিরদের জন্য। তাঁদের পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। গত শুক্রবার বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের সচিব ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেন ভিনেশ ফোগাট-সহ ৭ জন কুস্তিগির। অভিযোগ করলেও দিল্লী পুলিশের তরফে এফআইআর দায়ের করা হয়নি। এফআইআর দায়েরের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন কুস্তিগিররা। তবে শুক্রবার শুনানি শুরুর আগেই কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কুস্তিগিরদের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করতে সম্মত দিল্লী পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, কুস্তিগিরদের তরফে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তিনি জানান, নিরাপত্তার অভাব বোধ করছেন অভিযোগকারিণীরা। নাবালিকা অভিযোগকারিণীকে আপাতত দিল্লী থেকে সরিয়ে গোপন ঠিকানায় রাখা হয়েছে। এই কথা শুনে প্রধান বিচারপতি নির্দেশ দেন, প্রত্যেক অভিযোগকারিণীর জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। আপাতত মামলা খারিজ না করে আগামী সপ্তাহে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। গত রবিবার থেকে যন্তর মন্তরে ধরনায় বসেছেন কুস্তিগিররা। অলিম্পিক সোনাজয়ী নীরজ চোপড়া, অভিনব বিন্দ্রা থেকে শুরু করে একঝাঁক ক্রীড়াবিদ কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ মহুয়া মৈত্র, প্রিয়াঙ্কা চতুর্বেদীরাও কুস্তিগিরদের সমর্থনে বার্তা দিয়েছেন। তবে বিজেপি সাংসদ পিটি উষা বলেছিলেন, রাস্তায় প্রতিবাদ করতে নেমে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন কুস্তিগিররা। এহেন মন্তব্য করে ইতিমধ্যেই প্রবল কটাক্ষের শিকার হয়েছেন কিংবদন্তি ক্রীড়াবিদ।
