সম্প্রতি প্রয়াগরাজের জেল থেকে কোলভিন হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে আসার সময় হাসপাতালের বাইরে পুলিশি ঘেরাটোপে থাকা আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরাফকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুন করে আততায়ীরা। শুক্রবার সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলল, কেন সেই সময় ওই দু’জনকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল অ্যাম্বুল্যান্সে না তুলে?
প্রসঙ্গত, ২০১৭ সালে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে গত বছর ছয়েকের মধ্যে অসংখ্য এনকাউন্টার হয়েছে তাঁর রাজ্যে। এমনই ১৮৩টি এনকাউন্টার নিয়ে তদন্তের দাবিতে একটি মামলা করেছেন আইনজীবী বিশাল তিওয়ারি। আর সেই মামলারই শুনানিতে এমন প্রশ্ন করতে শোনা গেল বিচারপতি এস রবীন্দ্র ভাট ও দীপঙ্কর দত্তের বেঞ্চকে। পাশাপাশি গ্যাংস্টারদের খুনের পর তদন্তে পুলিশ কী কী পদক্ষেপ করেছে সেই সংক্রান্ত রিপোর্টও চাওয়া হয়েছে। রিপোর্ট চাওয়া হয়েছে ঝাঁসিতে আতিকের ছেলে আসাদের এনকাউন্টার নিয়েও।
