বৈশাখ মাস পড়তেই দক্ষিণবঙ্গ জুড়ে দেখা মিলেছে কালবৈশাখীর। বৃহস্পতিবার দুপুর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয় কালবৈশাখীর ঝড়। সঙ্গে ঘন ঘন বজ্রপাত। আর তার জেরে প্রাণ গিয়েছে ১৮ জনের। নিহতদের পরিবারকে ইতিমধ্যেই ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। যা দেওয়া হবে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, কালবৈশাখী ও বজ্রপাতের জেরে রাজ্যের ৬টি জেলায় ১৮ জন মারা গিয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির খবর এসেছে পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর থেকে। দুই জেলাতেই ৪ জন করে মারা গিয়েছেন। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও হাওড়া জেলায় মারা গিয়েছেন ৩জন করে। ঝাড়গ্রামে মারা গিয়েছেন ১ জন।
কালবৈশাখীর হাত ধরে দক্ষিণবঙ্গে সাময়িক স্বস্তি এলেও, স্বজন হারানোর হাহাকারে ভরে গিয়েছে গ্রাম বাংলা। শুধু যে মারা গিয়েছেন তাই নয়, বজ্রপাতে আহতের সংখ্যা ১২। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সরকারি নিয়ম অনুযায়ী ইতিমধ্যেই মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন। আহতদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে।