এর আগে রাজ্যের বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালগুলির নিয়ন্ত্রণে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন গড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বহু মানুষ সেখানে অভিযোগ জানিয়ে সুবিচার পেয়েছেন। এবার সেই স্বাস্থ্য কমিশনের ধাঁচেই বেসরকারি স্কুলগুলির নিয়ন্ত্রণে আলাদা ‘শিক্ষা কমিশন’ গঠনের তোড়জোড় শুরু করল নবান্ন। মুখ্যমন্ত্রী তেমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে।
প্রসঙ্গত, বেসরকারি স্কুলগুলির বিরুদ্ধে বহুবার অভিযোগ উঠেছে। কখনও মাত্রাতিরিক্ত ফি নেওয়ার, কখনও আবার সরকারের বেঁধে দেওয়া নিয়ম না মানার। এই পরিস্থিতিতে বুধবারের পর্যালোচনা বৈঠকে বেসরকারি স্কুলগুলি রাজ্যের অনেক নির্দেশ মানছে না বলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। স্বাস্থ্য কমিশনের ধাঁচে শিক্ষা কমিশন গড়ার আবেদনও রাখেন ব্রাত্য। তারপরই মুখ্যমন্ত্রী বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য ‘শিক্ষা কমিশন’ গঠন করা যায় কী না খতিয়ে দেখতে বলেন মুখ্যসচিবকে।
