সম্প্রতি আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে স্পষ্ট বলা হয়েছিল, কারচুপি করে ধনী হয়েছেন আদানিরা। শেয়ার বাজারে তাঁদের যে অবস্থান, তার অনেকটাই কৃত্রিম। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে তাঁকে এবং তাঁর দল বিজেপিকে টার্গেট করছে বিরোধীরা। কিন্তু এতকিছুর পরেও বিজেপি তথা আরএসএস যে পুরোপুরি গৌতম আদানির সঙ্গেই রয়েছে, সেটা আরও একবার স্পষ্ট হয়ে গেল নাগপুরের এক অনুষ্ঠান মঞ্চে।
একটি ক্যানসার হাসপাতালের সম্প্রসারিত অংশের উদ্বোধন মঞ্চে আদানির সঙ্গে একফ্রেমে দেখা গেল সংঘপ্রধান মোহন ভাগবত এবং শীর্ষস্তরের বিজেপি নেতাদের। আদানি-মোহন ভাগবতের পাশে ওই মঞ্চে ছিলেন মোদী মন্ত্রিসভার অন্যতম সিনিয়র সদস্য নীতিন গাডকরি। ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে এবং উপমুখ্যমন্ত্রী তথা বিজেপির শীর্ষস্তরের নেতা দেবেন্দ্র ফডনবিশ। যে ক্যানসার হাসপাতালের বর্ধিত অংশের উদ্বোধনে ভাগবত এবং আদানি গিয়েছিলেন, সেই হাসপাতালটিও বিজেপি ঘনিষ্ঠ এক শিল্পপতির বলে জানা গিয়েছে।
