নিয়োগ দুর্নীতির মামলায় বড়সড় মোড়। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সমস্ত মামলা সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। মামলাগুলি অন্য বিচারপতির বেঞ্চে স্থানান্তরের জন্য হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পি নরসিংহের বেঞ্চ।
বিচারাধীন বিষয় নিয়ে টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ায় তাঁর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। আর শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে নিজের জনসংযোগ যাত্রা চলাকালীন খবর শুনে অভিষেকের বক্তব্য, ‘দেশের সর্বোচ্চ আদালতের উপর ভরসা বরাবরই ছিল, আছে। গত ২৪ মাসে পশ্চিমবঙ্গের নানা বিষয়ে ২৬ ইডি কিংবা সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাই কোর্টের তরফে। আর তা চ্যালেঞ্জ করে আমরা যখনই গিয়েছি সুপ্রিম কোর্টে, তখন শীর্ষ আদালত তার বেশিরভাগই খারিজ করে দিয়েছে’।
