রাজ্যের নিচুতলার পুলিশ কর্মী ও অফিসারদের ঠিক সময়ে প্রমোশন দিতে এবার উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার, নবান্ন সভাঘরে প্রশাসনিক রিভিউ মিটিং ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই রাজ্যের সব মন্ত্রী, শীর্ষ আমলা ও পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে পুলিশ কর্মীদের প্রমোশনের প্রসঙ্গটি তোলেন তিনি। বলেন, পুলিশের নিচুতলার কর্মীদের প্রমোশন ঠিকমত হয় না। ওদের তো সঠিক সময়ে প্রমোশন হওয়া উচিৎ।
এরপরই মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল মনোজ মালব্যর উদ্দেশে বলেন, ওঁরা যাতে প্রমোশন সঠিক সময়ে পান তারজন্য ব্যবস্থা গ্রহণ করুন। সঠিক সময়ে ওঁদের প্রমোশন দিতে একটি প্রমোশন স্কিম তৈরি করুন। সূত্রের খবর, এরপর মুখ্যমন্ত্রী বলেন, এই স্কিমের নাম দিতে পারেন ‘উদ্যোগ’।
অর্থাৎ এই ‘উদ্যোগ’-এর মাধ্যমে নিচুতলার পুলিশ কর্মীদের সঠিক সময়ে প্রমোশন দেওয়া হবে। পুলিশের নিচুতলায় প্রমোশন নিয়ে তাদের সংগঠনের মধ্যেও বহুবার আলোচনা হয়েছে। এ ব্যাপারে বড় কর্তাদেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অনেকবার। এবার ‘উদ্যোগের’ জন্য মুখ্যমন্ত্রী নিজেই উদ্যোগী হলেন।