মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলায় চালু হয়েছে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প যেটির মাধ্যমে রাজ্যবাসীদের সরাসরি ৫ শতক করে জমি দেওয়া রাজ্যের তরফে। তবে এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। যেসমস্ত মানুষ দরিদ্র ও নিম্নবিত্ত সম্প্রদায়ের, পাশাপাশি যাদের ঘরবাড়ির সমস্যা রয়েছে তাঁদেরকে লক্ষ্য করেই এই প্রকল্প শুরু করা হয়। এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
এছাড়া, আবেদনকারীকে অবশ্যই মৎস্য চাষ, কৃষিকাজ, পশুপালন বা এই ধরণের যে কোনো কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থাকতে হবে। এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। বরং, যাঁদের ঘর-বাড়ি নেই তাঁরা সকলেই এখানে আবেদন জানাতে পারবেন।