এবার কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিংয়ের মেয়ে মৃণালিনী সিংয়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। ওই কর্মীর বিরুদ্ধে উত্তরপ্রদেশের বিজয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করা হয়েছে তাতে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ভিকে সিং কন্যা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বিজেপি কর্মীর নাম অজয় রাজপুত। সোশ্যাল মিডিয়া পোস্টে মৃগানিলীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন ওই ব্যক্তি। মৃণালিনী সিং দাবি করেছেন, ওই কর্মী তাঁর হোয়াটসঅ্যাপে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন যেখানে তিনি দাবি করেছেন, আসন্ন নির্বাচনে বিজেপির টিকিট দেওয়ার জন্য টাকা নিচ্ছেন মৃণালিনী।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত বিজেপি কর্মী বিজয় নগরের বাসিন্দা। তিনি পেশায় গাজিয়াবাদ আদালতের আইনজীবী। তিনি উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী ও গাজিয়াবাদের বিধায়ক অতুল গর্গের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। মৃণালিনী অভিযোগ করেছেন, ওই বিজেপি কর্মীর পোস্টের ফলে তাঁর ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। এর জন্য তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
কোতোয়ালির সহকারী পুলিশ কমিশনার সুজিত কুমার রায় জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে রাজপুতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০১ (অবমাননাকর মন্তব্য করা) এবং আইটি আইনে এফআইআর রুজু করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। মামলাটি নিষ্পত্তির জন্য সাইবার সেলের সহযোগিতা নেওয়া হয়েছে।