আমি বিজেপি এবং তাদের পরামর্শদাতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জন্য করোনভাইরাস। এবার এমনই মন্তব্য করলেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। সম্প্রতি মধ্যপ্রদেশের জলসম্পদ মন্ত্রী তথা বিজেপি নেতা তুলসিরাম সিলাওয়াত দিগ্বিজয় সিংকে ‘কংগ্রেসের করোনা ভাইরাস’ আখ্যা দিয়ে বলেছিলেন, তিনি ভগবান মহাকালের কাছে এই প্রার্থনা করেন (উজ্জয়নের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি) যেন ৭৬ বছর বয়সী কংগ্রেস নেতার পরবর্তী জন্ম চীনে হয়।
কারণ চীনেই করোনার উৎপত্তি হয়েছিল। তারই পাল্টা দিয়ে রাজ্যসভার কংগ্রেস সাংসদ বলেছেন, ‘হ্যাঁ, আমি বিজেপি এবং সংঘের জন্য করোনা ভাইরাস।’ সংবাদ মাধ্যমকে দিগ্বিজয় বলেন, আপনাদের সিলাওয়াতকে জিজ্ঞাসা করা উচিত কিভাবে তার ব্যবসা এত বড় হল এবং তিনি এত টাকা কোথা থেকে পেলেন?
