কেটেছে তাপপ্রবাহের প্রকোপ। তীব্র দাবদাহের পর বৃষ্টিতে ভিজেছে বাংলা। স্বস্তি মিলেছে বাংলাবাসীর। কিন্তু এবার ফের জাঁকিয়ে পড়তে চলেছে গরম। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, আবার গরমে নাকাল হতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সূত্রের খবর, আগামী দু’দিনের মধ্যেই ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। তবে আপাতত তাপপ্রবাহের আশঙ্কা নেই। তবে গরমের পাশাপাশি রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গেও সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। বিকেল বা সন্ধের দিকে বৃষ্টি হলেও হতে পারে। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও ক্রমশ বাড়তে থাকবে।
প্রসঙ্গত, গততকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫০ থেকে ৮৬ শতাংশ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্র ও শনিবার কলকাতায় শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুধু বৃষ্টি নয়, দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। মূলত পশ্চিমের জেলাগুলি, যেমন, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে উত্তরে শুক্র, শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইমুহুর্তে বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ নেই। ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমছে। এদিকে বাইরে থেকে একটি ঘূর্ণাবর্ত ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে আসছে। এর প্রভাবেই বাড়ছে বর্ষণের সম্ভাবনা।
