বুধবারই নব জোয়ার কর্মসূচী নিয়ে ৩ দিনের কোচবিহার সফর সম্পন্ন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সফরের শেষে দলের নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। সাফ জানিয়ে দিয়েছেন, ‘শৃঙ্খলা আর পরিবেশ যেন বজায় থাকে। নিজেদের মতপার্থক্য থাকতেই পারে৷ সেটা যেন বিবাদে পরিণত না হয়, তা দেখতে হবে। আমাদের ঐক্যবদ্ধ ভাবে লড়তে হবে।’
প্রসঙ্গত, কোচবিহারের তুফানগঞ্জের অধিবেশন দেখে গতকাল খুশি হন অভিষেক। তিনি জানান, ‘কোচবিহারে এসে মনে হল, আমি ডায়মন্ড হারবারে আছি। আমি কলকাতায় আছি৷ কোচবিহারের উন্নয়ন করতে আমরা বদ্ধপরিকর। ১২৮ পঞ্চায়েতে আমরা ভাল ফল করতে পারিনি লোকসভা ভোটে। আশানুরুপ ফল হয়নি বিধানসভায়। আমরা সকলের জন্য কাজ করতে বদ্ধপরিকর।’ অভিষেক এ-ও বলেন, ‘প্রার্থী আপনি ঠিক করবেন, তৃণমূল তাকে দাঁড় করাবে, মানুষ তাকে জেতাবে। এটাই আমাদের দায়বদ্ধতা। দলের চেয়ে, মানুষের কাছে দায়বদ্ধতা বেশি।’