যদি নোবেল বিজয়ী অমর্ত্য সেনের বাড়ি ভেঙে দেওয়ার উদ্যোগ নেয় বিশ্বভারতী তবে সেখানেই ধর্নায় বসবেন বাংলার মুখ্যমন্ত্রী। নিজেই জানালেন সেকথা। বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন রোজ অমর্ত্য সেনের উপর আক্রমণ নেমে আসছে। আমি ওদের ক্ষমতার দম্ভ রোজ দেখছি। যদি ওরা অমর্ত্য সেনের বাড়ি ভেঙে ফেলতে চায় তবে আমি সেখানে বসে যাব। আমাকে দেখতে দিন। যদি ওরা এটা করে আমি সেখানে গিয়ে আগে দাঁড়াব। আমি দেখতে চাই কারা বেশি শক্তিশালী। বুলডোজার নাকি মানুষের শক্তি।
গত সপ্তাহে বিশ্বভারতী একটা উচ্ছেদের নোটিশ বের করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে তারা ৬ মে ১.৩৮ একর জমির মধ্যে ১৩ ডেসিম্যাল জমি অধিগ্রহণ করবে। শান্তিনিকেতনে অমর্ত্যে সেনের ভিটেতে এই জমিটি রয়েছে।
এদিকে সম্প্রতি অমর্ত্য সেন একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার মতো গুণ রয়েছে।
গত ৩০ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীচীতে অমর্ত্য সেনের সঙ্গে দেখা করেছিলেন। এরপর রাজ্য ভূমি ও ভূমি রাজস্ব দফতরের নথি তিনি তুলে দেন তার হাতে। এদিকে সেই ২০২২ সাল থেকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বলে আসছেন অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেন কেবলমাত্র ১.২৫ একর জমি ৯৯ বছরের লিজে নিয়েছিলেন। .১৩ ডেসিম্যাল জমি বিশ্বভারতীকে ফিরিয়ে দিতে হবে।
