তীব্র গরম থেকে আপাতত রেহাই পেয়েছে বাংলাবাসী। সোমবার বৃষ্টির পর অনেকটাই পারদপতন হয়েছে বাংলার বিভিন্ন জেলায়। এর মধ্যেই ফের সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৩ থেকে ৪ দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। বুধবার থেকেই বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর-সহ মালদহের বিভিন্ন প্রান্তে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও।
প্রসঙ্গত, শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন।জেলায়। ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টিতে ভিজতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। হাওড়া, হুগলি এবং কলকাতাতেও বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার সমান। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস কম। বুধবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
