মঙ্গলবার থেকেই ৪০তম এশীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্ব শুরু হয়ে গিয়েছে। আজ, বুধবার থেকেই শুরু হতে চলেছে মূলপর্ব। পি ভি সিন্ধু, কিদম্বি শ্রীকান্ত-সহ দেশের প্রথম সারির ব্যাডমিন্টন তারকারা পড়বেন নতুন পরীক্ষার সামনে। ভারতীয় দলের কাছে এই প্রতিযোগিতা থেকে পদক জিতে ফেরা কঠিন বলেই মনে করছেন অনেকে। কারণ, চলতি মরসুমে বেশির ভাগ প্রথম সারির খেলোয়াড়ই ছন্দে ফেরার জন্য লড়াই করছেন।
উল্লেখ্য, এই প্রতিযোগিতা থেকে এখনও পর্যন্ত ১৭টি পদক জিতেছে ভারত। তার মধ্যে ১৯৬৫ সালে সোনা জিতেছিলেন দীনেশ খন্না। সিন্ধু, এইচএস প্রণয়, লক্ষ্য সেনদের তাই পদকের খরা কাটানোর জন্য কঠিন লড়াইয়ের মুখে পড়তে হতে পারে। চোটের জন্য বেশ কিছুদিন পরে কোর্টে ফিরে আসা সিন্ধুর মধ্যে আবার পুরনো ছন্দের ঝলক দেখা গিয়েছে মাদ্রিদ মাস্টার্সে। অষ্টম বাছাই ভারতীয় তারকা অভিযান শুরু করবেন তাইওয়ানের ওয়েন চি-সু-এর বিরুদ্ধে। চলতি মরসুমে পুরুষদের সিঙ্গলসে বিশ্বের ৯ নম্বর এইচ এস প্রণয় ধারাবাহিক ভাবে ভাল খেলছেন। তাঁর সামনে এ বার মায়ানমারের ফোন পায়ে নাইং, পাশাপাশি শ্রীকান্ত শুরুতে লড়াই করবেন বাহরিনের আদনান ইব্রাহিমের বিরুদ্ধে। বিশ্বের প্রাক্তন ৬ নম্বর লক্ষ্যেও শক্ত লড়াইয়ের মুখোমুখি হবেন। প্রাক্তন বিশ্বসেরা লো কিয়েন ইউ-এর বিরুদ্ধে নামবেন তিনি।