তিনি পুলওয়ামা হামলা নিয়ে প্রশ্ন তুলছেন, এমন দাবি করাটা ‘ভুল’, বলে দাবি করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। উল্লেখ্য, অভিযোগ, রাজ্যপালের পদ ছাড়ার পর ২০১৯ সালের পুলওয়ামা হামলা নিয়ে সত্যপাল মালিক প্রশ্ন তুলছেন বলে অভিযোগ ছিল। উল্লেখ্য, সত্যপাল মালিকের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর প্রশ্ন, সত্যপাল মালিক জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের পদে থাকাকালীন কেন এই নিয়ে প্রশ্ন তোলেননি বলে এক অনুষ্ঠানে পাল্টা প্রশ্ন তুলেছেন অমিত শাহ।
এই গোটা পর্বে সত্যপাল মালিক বলেন, ‘এটা নিয়ে বলাটা ভুল হচ্ছে, যে আমি যখন পদে ছিলাম না, তখনই এই ইস্যু নিয়ে মুখ খুলেছি।’ রাজস্থানের সিকরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই দাবি করেন সত্যপাল মালিক। প্রসঙ্গত, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় জওয়ানদের কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। সেই সময় জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক।
সদ্য তিনি বিস্ফোরক অভিযোগ তুলে দাবি করেছেন, পুলওয়ামা হামলা ছিল গোয়েন্দাদের ব্যর্থতা। এছাড়াও তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার তখন এয়ারক্রাফ্টে সেনা জওয়ানের যাতায়াত করতে দেয়নি। উল্লেখ্য, সদ্য সিবিআই এক মামলায় সত্যপাল মালিককে জেরা করার জন্য সমন পাঠিয়েছে। তারপরই সত্যপাল মালিকের এই বার্তা আসে। এদিকে, বিস্ফোরক দাবিতে সত্যপাল মালিক বলেন, নরেন্দ্র মোদী তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রকের গাফিলতি নিয়ে মুখ খুলতে বারণ করেন।