বিধানসভায় পাশ হওয়া ১০টি বিলে সম্মতি না দিয়ে ফেলে রাখার কারণে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং পিএস নরসিমহার বেঞ্চ তেলেঙ্গানার রাজ্যপাল রাজ্যপাল তামিলিসাই সৌন্দর্যরাজনের কড়া সমালোচনা করেছে। রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিল মাসের পর মাস আটকে রাখা সংবিধান অবমাননা— এমনই দাবি করে শীর্ষ আদালত সব রাজ্যের রাজ্যপালকেই এই ব্যাপারে তাঁদের কর্তব্য স্মরণ করিয়ে দিয়েছে। বিধানসভায় কোনও বিল পাশ হলে যত দ্রুত সম্ভব তা ছেড়ে দিতে হবে রাজ্যপালকে। এমনই রায় দিয়েছে তারা।
প্রসঙ্গত, তেলেঙ্গানা সরকার সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করেছিল। সেখানে এই অভিযোগ করা হয়েছিল, যে বিধানসভায় পাশ হওয়া দশটি গুরুত্বপূর্ণ বিল আটকে রেখেছেন রাজ্যপাল তামিলিসাই সৌন্দর্যরাজন। সেই মামলাতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ রায় দেওয়ার সময় উল্লেখ করে ভারতীয় সংবিধানের ২০০ নম্বর অনুচ্ছেদের কথা। শীর্ষ আদালত জানিয়েছে, যত দ্রুত সম্ভব ওই বিল সম্পর্কে সিদ্ধান্ত নিতে রাজ্যপালকে। সম্মতি বা প্রত্যাবর্তন, যে সিদ্ধান্তই তিনি নিন না কেন, তাঁকে ‘যত দ্রুত সম্ভব’ এই কথাটির ভিতরে থাকা সাংবিধানিক তাৎপর্যকে বুঝে তা করতে হবে।