ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগের তদন্তের পর এপ্রিলের প্রথম সপ্তাহে নিজেদের রিপোর্ট জমা দিয়েছে বক্সার মেরি কমের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি। কিন্তু সরকার এখনও সেই রিপোর্ট প্রকাশ্যে আনেনি। উপরন্তু রবিবার দিল্লীর কন্নট প্লেস থানায় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যে যৌন নির্যাতনের অভিযোগ করা হয়, পুলিশ এফআইআর দায়ের করতে চায়নি। আর তাই যন্তর মন্তরে ফের ধর্না শুরু করেছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাট-সহ দেশের বেশ কয়েক জন নামী কুস্তিগির। শুধু তাই নয়, জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্তও।
সোমবার ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়ে মামলা হয় শীর্ষ আদালতে। সেই মামলাতেই মঙ্গলবার দিল্লী পুলিশকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই মামলার শুনানিতে বলেন, ‘এটি খুবই গুরুতর অভিযোগ’। পাশাপাশি নোটিস জারি করে শুক্রবারের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশও দেন প্রধান বিচারপতি।