এক বেসরকারি নিউজ চ্যানেলে বিচারাধীন বিষয় নিয়ে সাক্ষাৎকার দেওয়ার অভিযোগ উঠেছে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। এ নিয়ে হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব করেছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টের কড়া মন্তব্যে কার্যত অস্বস্তিতে পড়ে গিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, দেশের বিচার ব্যবস্থার প্রতি তাঁর পূর্ণ আস্থা আছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।
প্রসঙ্গত, সোমবার থেকে অভিষেকের নেতৃত্বে শুরু হয়েছে তৃণমূলের ‘সংযোগ যাত্রা’। আগামী ৬০ দিন রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি রয়েছে তাঁর। শুরু কোচবিহার থেকে। আর কোচবিহারে উড়ে যাওয়ার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে বিচারপতি গঙ্গোপাধ্যায় নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলে দেন, ‘বিচার ব্যবস্থা নিয়ে কোনও মন্তব্য করব না। সুপ্রিম কোর্ট বা হাই কোর্ট যে পর্যবেক্ষণই দিক না কেন, আমি বিচার ব্যবস্থাকে সম্মান করি। আইনের ঊর্ধ্বে কিছু হয় না। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, বিধায়ক, বিচারপতি— কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন সবার ঊর্ধ্বে, এটা সকলকে মানতে হবে। আইন আইনের মতো চলবে। তাই এই নিয়ে কোনও মন্তব্য করব না।’