গাঁটের কড়ি খরচ না করলে গতি নেই! নরেন্দ্র মোদীর জমানায় টাকা ছাড়া কার্যত কোনও পরিষেবাই মেলে না। এতদিন বিনা পয়সায় আধার আপডেশন করানো গেলেও, এবার থেকে আধার কার্ড সংক্রান্ত কাজ করাতে মাথাপিছু ১০০ টাকা করে দিতে হবে। চলতি এপ্রিল থেকেই নয়া তৈরি চালু হয়েছে। যেকোন বয়সের ক্ষেত্রে প্রথমবারের জন্য আধার কার্ড করানো হয় বিনামূল্যে। কিন্তু তারপর থেকে যদি কোনও তথ্য পরিবর্তনের দরকার হয়, সেক্ষেত্রে টাকা খরচ করতে হবে। একদিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের আধার কার্ডের জন্য বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপের প্রয়োজন হয় না। পাঁচ সম্পূর্ণ হলেই, বাধ্যতামূলকভাবে আধারের আপডেট করাতে হয়। সে সময় আঙুলের ছাপের প্রয়োজন হয়। আঙুলের ছাপের গঠনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে বলে, ১৫ বছর বয়স হলে; আরও একবার আধারের আপডেট করাতে হয়। দুই আপডেটই বাধ্যতামূলক। এ যাবৎ বাধ্যতামূলক আপডেটের ক্ষেত্রে কোনও খরচ পড়ত না। এবার থেকে বাধ্যতামূলক আপডেটের ক্ষেত্রেও শর্তসাপেক্ষে খরচ আদায় করা হবে জনসাধারণের থেকে।
প্রসঙ্গত উল্লেখ্য, নতুন নিয়ম অনুযায়ী পাঁচের থেকে সাত বছর বয়সীদের ক্ষেত্রে বিনামূল্যেই বাধ্যতামূলক আধার আপডেট করা যাবে। কিন্তু সাত থেকে ১৫ বছর বয়সীদের ক্ষেত্রে আপডেটের জন্য মাথা পিছু ১০০ টাকা করে ব্যয় করতে হবে। দ্বিতীয়বার বাধ্যতামূলক আপডেটের ক্ষেত্রে ১৫ থেকে ১৭ বছর বয়সীরা বিনামূল্যে পরিষেবা পাবে। কিন্তু ১৭ বছর বা তারপর থেকে আপডেটের জন্য ১০০ টাকা করে দিতে হবে। এককথায়, বাধ্যতামূলক আধার আপডেট করার ক্ষেত্রে, দুই ধাপে দু-বছর করে ফিতে ছাড় দেওয়া হয়েছে। বাকি প্রতিবার আপডেট করার ক্ষেত্রে টাকা ব্যয় করতে হবে। আধার-প্যান সংযোগের জন্য ইতিমধ্যেই ১ হাজার টাকা করে দিতে হচ্ছে দেশবাসীকে। এবার আধার আপডেটের ক্ষেত্রেও টাকা নেবে মোদী সরকার। তাহলে কি রাজকোষ ভর্তি করতে জনসাধারণের কাঁধেই বন্দুক রাখছে কেন্দ্র? উঠছে এমনই প্রশ্ন। সমালোচনায় সরব হয়েছে একাধিক মহল।