নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনকে জমি খালি করতে বলে নোটিস দিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই বিষয়ে এবার সরব হল কংগ্রেস। মোদী সরকারের সমালোচনা করায় অর্মত্য সেনকে ‘নিশানা’ করা হচ্ছে বলে অভিযোগ হাত শিবিরের। যা ‘যন্ত্রণাদায়ক’ বলেও মন্তব্য করেছে ভারতের একদা শাসকদল।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বৃহস্পতিবার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘এটা সর্বজনবিদিত যে, যিনি সমালোচনা করবেন প্রধানমন্ত্রী তাঁকে হয়রানি করবেন এবং ভয় দেখাবেন৷ দুঃখজনক তাঁর লক্ষ্যবস্তু নোবেল বিজয়ী অমর্ত্য সেনও৷ যাকে অটলবিহারী বাজপেয়ী ভারতরত্ন প্রদান করেছিলেন।’
উল্লেখ্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে অর্মত্য সেনকে নোটিস দিয়ে বলা হয়েছে ১৫ দিনের মধ্যে ১৩ ডেসিমেল জমি খালি করে দিতে হবে। যা নোবেলজয়ী বেআইনিভাবে দখল করে রয়েছেন বলে অভিযোগ। ৬ মে’র মধ্যে বিশ্বভারতীর প্লট নম্বর ২০১ উত্তর-পশ্চিম কোণে অর্থাৎ এল আর প্লট নম্বর ১৯০০/২৪৮৭ সুরুল মৌজার ১৯০০ জেএল নম্বর ১০৪ পাবলিক সম্পত্তির উপর অনুমোদিত দখল জমি খালি করতে বলা হয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত যুগ্ম কর্মসচিব ও এস্টেট অফিসারের তরফে এই নোটিস পাঠানো হয়েছে।