১০০ দিনের কাজ এবং আবাস যোজনার বকেয়া মেটানোর দাবিতে তৃণমূল সাংসদদের দেওয়া চিঠির প্রাপ্তিস্বীকার করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। তবে চিঠির প্রাপ্তিস্বীকার করলেও তৃণমূল তথা রাজ্য সরকারের দাবি নিয়ে বিশেষ আশ্বাসবাণী মিলল না কেন্দ্রীয় মন্ত্রীর পাল্টা চিঠিতে।
রাজ্যের বকেটা টাকা মেটানোর দাবিতে চলতি মাসের শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষি ভবন অভিযান করেছিলেন তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা। কিন্তু গিরিরাজ কৌশলে তৃণমূল সাংসদদের সাক্ষাৎ এড়িয়ে যান। মন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে সচিবদের হাতে দাবিপত্র তুলে দিয়ে আসেন তৃণমূল সাংসদরা। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিরিরাজ একপ্রকার হুঁশিয়ারি দিয়ে আসেন, ১৫ দিনের মধ্যে রাজ্যের বকেয়া মেটানো নিয়ে Faculty না করা হলে লক্ষ লক্ষ বঞ্চিতদের দিয়ে দিল্লি ঘেরাও করবেন।
১৫ দিনের মধ্যে অভিষেকের সেই চিঠির প্রাপ্তি স্বীকার করলেও গিরিরাজ এদিন বিশেষ আশ্বাস দিতে পারেননি। তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শুধু জানিয়েছেন, তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের দাবিগুলি তিনি পাঠিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট দফতরে। কোন দফতরে উল্লেখ নেই চিঠিতে? কতদিনের মধ্যে পদক্ষেপ করা হবে? তা নিয়েও কোনও আশ্বাস নেই। ওয়াকিবহাল মহল মনে করছে, কেন্দ্রীয় মন্ত্রী আসলে শুধুই সময় নষ্ট করার চেষ্টা করছেন। বাংলার বঞ্চনার অভিযোগের কোনও জবাব তাঁর কাছে নেই।