সম্প্রতি বিজেপিশাসিত উত্তরপ্রদেশে পুলিশি ঘেরাটোপের মধ্যেই খুন হয়েছেন কুখ্যাত গ্যাংস্টার আতিক ও আশরফ। ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে তুঙ্গে শোরগোল। প্রশ্ন উঠেছে যোগীরাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়ে। এবার আতিক ও আশরফের হত্যাকারীদের ‘নাথুরাম গডসের অনুগামী’ বলে কটাক্ষ করলেন এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি। ওই হত্যাকাণ্ডের তিন মূল অভিযুক্তকে ‘জঙ্গি’ বলেও তোপ দাগলেন তিনি। পাশাপাশি প্রশ্ন তুললেন, কেন এক্ষেত্রে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হবে না? ইতিমধ্যেই, যোগীরাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে নিন্দায় সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি, যোগীরশাসনে গুন্ডারাজ চলছে রাজ্যে। এর মধ্যেই এবার আসরে নামলেন ওয়েইসি।
এদিন এআইএমআইএম সুপ্রিমো বলেন, ”কেন আতিক-আশরফকে যারা খুন করল তাদের ক্ষেত্রে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হচ্ছে না? কে খুনিদের অটোমেটিক আগ্নেয়াস্ত্র দিল? ৮ লক্ষ টাকার বিনিময়ে ওই অস্ত্র কেনার টাকা জোগাল কে? ওরা মৌলবাদী। গডসের পদাঙ্ক অনুসরণ করছে।” উল্লেখ্য, ‘৮ লক্ষ টাকা’র বিষয়টি জানিয়েছে পুলিশই। উত্তরপ্রদেশের পুলিশের তরফে জানানো হয়েছে খুনের অস্ত্র এসেছিল তুরস্ক থেকে। এর দাম ৮ লক্ষ টাকা। এবার সেই তথ্যকেই আক্রমণের অস্ত্র বানালেন ওয়েইসি। উল্লেখ্য, বিজেপির বরাবরেরই কড়া সমালোচক এআইএমআইএম সুপ্রিমো।