দীর্ঘদিন ধরেই পিঠের চোটে ভুগছেন তিনি। অবশেষে সফল অস্ত্রোপচার হল শ্রেয়স আয়ারের। গত মঙ্গলবার লন্ডনে তাঁর পিঠের অস্ত্রোপচার হয়েছে। সুস্থ হয়ে মাঠে ফিরতে ১০ থেকে ১২ সপ্তাহ সময় লাগতে পারে ভারতীয় ব্যাটারের। পিঠের চোটের জন্য আইপিএল থেকে আগেই ছিটকে গিয়েছেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারবেন না শ্রেয়স। এক দিনের বিশ্বকাপের আগে তিনি মাঠে ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শ্রেয়সের অনুপস্থিতিতে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন নীতীশ রানা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর সিরিজ়ের সময় পিঠে চোট পান শ্রেয়স। ব্যথার জন্য সিরিজ়ের চতুর্থ টেস্টে ব্যাটও করতে পারেননি ২৮ বছরের মিডল অর্ডার ব্যাটার। তাঁকে পাঠানো হয় বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানকার চিকিৎসকেরা চোট পরীক্ষা করে শ্রেয়সকে অস্ত্রোপচার করানোর পরামর্শ দেন। সেই মতো লন্ডনে হল শ্রেয়সের অস্ত্রোপচার। তাঁর অস্ত্রোপচারের ব্যবস্থা করে বিসিসিআই।
পাশাপাশি, চিকিৎসকেরা জানিয়েছেন যে প্রায় তিন মাস বিশ্রামে থাকতে হবে শ্রেয়সকে। তার পর তিনি শুরু করতে পারবেন ট্রেনিং। শারীরিক সক্ষমতা বৃদ্ধির পর্ব শেষ হলে ক্রিকেট মাঠে ফিরবেন শ্রেয়স। ফলে মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটারকে ছাড়াই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরিকল্পনা সাজাতে হবে ভারতকে। নতুন করে কোনও সমস্যা তৈরি না হলে দেশের হয়ে এক দিনের বিশ্বকাপ খেলতে পারবেন শ্রেয়স। অন্যদিকে, পিঠের চোটের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত পাবে না ফাস্ট বোলার যশপ্রীত বুমরাকেও। কিছু দিন আগে নিউ জিল্যান্ডে তাঁর পিঠের অস্ত্রোপচার হয়েছে। ট্রেনিং শুরু করতে তাঁর আরও তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলছে বুমরার চোট মুক্তির প্রক্রিয়া।
