চলতি বছরের জানুয়ারি মাসেই ধসে যেতে শুরু করেছিল উত্তরাখণ্ডের যোশীমঠ। সেখানের ৮০০টি বাড়িতে ফাটল দেখা দিতেই তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য তথা দেশ জুড়ে। তবে সম্প্রতি এক ভাষণে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি বলেন, যোশীমঠ আর উত্তরাখণ্ডের যে পরিস্থিতি তুলে ধরা হচ্ছে গোটা দেশে, তেমনটা আসলে নয়। আর তার ঠিক পরেই নতুন করে ফাটল দেখা গেল যোশীমঠের বহু বাড়িতে!
গত পরশু, মঙ্গলবারই জোশীমঠের চাওয়ানিবাজারের বাসিন্দা বাসন্তী দেবী ও তাঁর ছেলে নরেন্দ্র লাল নতুন করে প্রথম অভিযোগ করেন ফাটলের। যোশীমঠের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কুমকুম যোশীর কাছে একটি চিঠিও দেওয়া হয় তার পরে। স্থানীয়দের দাবি, প্রশাসনকে ফের ওই এলাকার সমীক্ষা করে দেখতে হবে। বাড়িগুলিও পরীক্ষা করতে হবে।
বাসন্তী দেবী ও নরেন্দ্র লাল জানিয়েছেন, আগে সামান্য চুলচেরা মতো ফাটল ছিল বাড়িতে। কিন্তু এখন তা বড় হয়ে নতুন ফাটলের আকারে দেখা দিয়েছে। আগের থেকে অনেকটাই চওড়া। প্রশাসনের কাছে তাঁরা আবেদন জানিয়েছেন, যাতে আবার সমীক্ষা করা হয়। স্থানীয়দের দাবি, জোশীমঠের যা পরিস্থিতি বলে দাবি করা হচ্ছে, তা বাস্তবের থেকে আলাদা।