আধাসেনাকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে চাওয়া নিয়ে অশান্তির সূত্রপাত। আর এরপরই সেনাপ্রধানের সঙ্গে তাঁর সেকেন্ড ইন কমান্ড আধা সামরিক বাহিনীর প্রধানের তুমুল দ্বন্দ্ব থেকে গৃহযুদ্ধ পরিস্থিতি। তারপর থেকে যত দিন যাচ্ছে ততই আরও তীব্র হচ্ছে সুদানের রক্তক্ষয়ী সংঘর্ষ।
ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৩০০ ছুঁইছুঁই। যুদ্ধের জেরে আফ্রিকার দেশটি ছেড়ে অন্যত্র পালাচ্ছেন হাজার-হাজার নাগরিক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সুদানের রাস্তার দু’ধারে জমা হচ্ছে সারি সারি লাশ। দুর্গন্ধে টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে। সবমিলিয়ে ক্রমশ আরও ভয়াবহ চেহারা নিচ্ছে সুদানের যুদ্ধ পরিস্থিতি।