সামনেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর তার আগেই মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে এবার পঞ্চায়েতের কর্মীদেরও সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় নিয়ে আসার ঘোষণা করলেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘পঞ্চায়েতরাজ কর্মচারীদের হেলথ স্কিমে অন্তর্ভুক্ত করার জন্য ফেডারেশনের তরফে আমাদের কাছে অনুরোধ এসেছিল। জেলা পরিষদ, মহকুমা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে এদের ৩০ হাজার কর্মী আছেন। পেনশন প্রাপক আছেন ২০ হাজার। ফেডারেশনের অনুরোধ মেনে আমরা এই ৫০ হাজার মানুষকে স্বাস্থ্য প্রকল্পের অন্তর্ভুক্ত করে দিলাম।’
সরকারের সিদ্ধান্তে পঞ্চায়েত কর্মীদের মুখে হাসি ফুটেছে। সকলেই বলছেন, পঞ্চায়েত কর্মীদের সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় এনে মানবিক সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণায় খুশি তৃণমূল নিয়ন্ত্রিত কর্মচারী ফেডারেশনও। অনেকদিন ধরেই স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনার অনুরোধ জানিয়ে আসছিল তারা। ফেডারেশনের নেতা তথা রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, ‘এর আগের কোনও সরকার এই কর্মীদের নিয়ে ভাবেনি। মুখ্যমন্ত্রীকে শতকোটি প্রণাম। অন্য সরকারি কর্মীদের মতো পঞ্চায়েতের কর্মীদেরও স্বাস্থ্যবিধির আওতায় নিয়ে এলেন। এই কর্মী দরদী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও কর্মচারীদের একাংশ লাগাতার বিষোদ্গার করে চলেছে।’