পূর্ববর্তী রাজ্যপাল জগদীপ ধনকরের আমলে রাজ্য-রাজভবনের যে সংঘাত তুঙ্গে উঠেছিল, বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোসের আগমনে তার অবসানের আভাস মিলছিল জোরালো ভাবেই। কিন্তু বোসের সঙ্গে সংঘাত বাড়ায় গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি তুলেছেন, মুখ্যমন্ত্রীকে আচার্য করার জন্য বিধানসভায় পাশ করা যে-বিল রাজভবনে দশ মাস ধরে পড়ে আছে, নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাতে অবিলম্বে সই করুন।
আর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নবান্নে এই বিষয়ে সরাসরি অর্ডিন্যান্স বা অধ্যাদেশের ইঙ্গিত দিলেন। সাংবাদিক বৈঠকে ওই বিলের প্রসঙ্গ এলে প্রশ্ন ওঠে, সরকার কি অর্ডিন্যান্স আনবে? জবাবে মমতা বলেন, ‘অর্ডিন্যান্স তো আনা যেতেই পারে। এখন বিধানসভা চলছে না। জরুরি কোনও ব্যাপারে অর্ডিন্যান্স তো করা যায়। পরের বিধানসভা অধিবেশনে তা পাশ করিয়ে নেওয়া হয়।’ প্রথমে অবশ্য মুখ্যমন্ত্রী বলেন, ‘এগুলো নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলুন। তিনি আমার সহকর্মী। সবারটা বলে দিলে তাঁরা কী বলবেন?’