বুধবার সাতসকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা মধ্যপ্রদেশে। এদিন সকাল ৭ টা ১৫ মিনিট নাগাদ শাহদোলের দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ের বিলাসপুর জোনে সিংপুর রেলওয়ে স্টেশনে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি মালগাড়ির। সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে উল্টে যায় দুটি মালগাড়ির ইঞ্জিনই।
এবং তাতে আগুন ধরে যায়। একটি মালগাড়ির তিনটি বগিও উল্টে যায়। দুর্ঘটনায় একটি মালগাড়ির লোকো পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত অপর মালগাড়ির চালকও। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন রেলের শীর্ষ আধিকারিকরা। তারপরই শুরু হয় আগুন নেভানো ও উদ্ধারকাজ। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা না গেলেও, প্রাথমিক তদন্তে অনুমান, লাইনের সিগন্যালিংয়ে ভুল হওয়ার কারণেই এক লাইনে চলে আসে দুটি মালগাড়ি। দুটি ট্রেনেরই গতি বেশি থাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।
