‘প্রমাণ করতে পারলে পদত্যাগ করব।’ নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় দলের তকমা হারানোর পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চারবার ফোন করেছিলেন মমতা। মঙ্গলবার শুভেন্দু অধিকারীর করা এই চাঞ্চল্যকর দাবিতে রাজ্য রাজনীতিতে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রী নিজে সেই অভিযোগ খারিজ করে দিলেন। শুধু খারিজ করলেন না, পালটা চ্যালেঞ্জ করলেন, প্রমাণ করতে না পারলে পদত্যাগ করুন।
গতকাল সিঙ্গুরের সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘দলের সর্বভারতীয় তকমা সরতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন অমিত শাহকে। জাতীয় তকমা ফিরিয়ে দেওয়ার আরজি জানাতে চারবার ফোন করেন। কিন্তু অমিত শাহজী স্পষ্ট জানিয়ে দেন তা সম্ভব নয়। নির্বাচন কমিশন যা করেছে নিয়ম মেনেই করেছে’। শুভেন্দুর সেই অভিযোগ নিয়ে আলোড়ন শুরু হতেই পালটা সাংবাদিক বৈঠক করে অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, তিনি কোনও ফোন করেননি।
মমতা এদিন সাংবাদিক বৈঠকে বলেন, ভুঁইফোড় বিরোধী দলনেতা যা খুশি বলছেন। দাবি সম্পূর্ণ মিথ্যা। পরিকল্পনামাফিক ভুল বার্তা দেওয়া হচ্ছে। জনগণের সমর্থন নেই তাই এসব মিথ্যা অভিযোগ করছে। এরপরই মুখ্যমন্ত্রীর পালটা চ্যালেঞ্জ, ‘যদি এই অভিযোগ প্রমাণ করতে পারে, তাহলে আমি মুখ্যমন্ত্রীর পদও ছেড়ে দেব। আমাকে এত সহজ ভাবার কোনও কারণ নেই। আমি দীর্ঘদিনের রাজনীতি করছি। প্রমাণ করতে না পারলে তুমি মানুষের সামনে নাকখত দেবে তো’?